চকরিয়া থানা পুলিশ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে পরোয়ারাভুক্ত ২১ আসামীকে গ্রেফতার করেছে।
শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ১২ ঘন্টার উপজেলার ১৮ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলা পুলিশের সহযোগিতায় চকরিয়া থানা পুলিশ শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত ১২ ঘন্টার একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিআর মামলার ১১ জন, সি আর মামলার ৯ জন ও সাজাপ্রাপ্ত ১ জন আসামী গ্রেফতার করা হয়।
চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.তফিকুল আলম ও ওসি মুহাম্মদ ওসমান গনি বিশেষ গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ওয়ারেন্ট তামিল করতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে কেউ ঘরে থাকতে পারবেনা বলেও তিনি জানান।