শিরোনাম ::
জার্মানির ভিসার অপেক্ষায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী ২০ রমজানের মধ্যে শ্রমিকের বোনাস-বেতন পরিশোধ করতে হবে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবেনা-মুহাম্মদ শাহজাহান চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে পূর্বাচল প্লট জালিয়াতির যে ব্যাখ্যা দিলেন জয় কোম্পানির রিটার্ন দাখিলের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো বিশ্বে বায়ু দূষণে ২য় স্থানে ঢাকা দ্বিতীয় সন্তানের নামও চূড়ান্ত করে ফেলেছেন আলিয়া শাহবাগ কেড়ে নিয়েছিল এ দেশের মানুষের বাকস্বাধীনতা
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর হলে অনুচিত পন্থায় রফা

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫


কলকাতা, ১৫ জানুয়ারি – ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় মানেই আলোচনা-সমালোচনা! সামাজিকমাধ্যমে সবসময় তার কোন না কোন বিষয় নিয়ে চর্চা হতেই থাকে।

সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘নিখোঁজ’-এর দ্বিতীয় মৌসুম। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে আলোচনায় রয়েছেন স্বস্তিকা। সিরিজটিতে অভিনয়সহ নানা প্রসঙ্গে দেশটির আনন্দবাজার অনলাইনের সঙ্গে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী। আলাপে আলাপে উঠে এসেছে তাঁর ক্যারিয়ার, চলচ্চিত্র–ভাবনা, লিঙ্গবৈষম্যসহ নানা প্রসঙ্গ।

তাকে প্রশ্ন করা হয়- বর্তমান সময়েও কর্মক্ষেত্রে লিঙ্গবৈষম্য দেখা যায়?

এমন প্রশ্নে অভিনেত্রীর জবাব, অবশ্যই। ২০২৫ সালেও কর্মক্ষেত্রে আমাদের নারীদের অধিকার নিয়ে লড়াই করতে হয়। কোনও পুরুষের যদি পদোন্নতি হয়, সে ক্ষেত্রে বলা হয় পরিশ্রমের জোরে যোগ্যতা দিয়ে পদোন্নতি হয়েছে। কিন্তু একজন নারীর ক্ষেত্রে বলা হয়, অনুচিত পন্থায় রফা করেছেন বা তার শরীরের বিনিময়, সৌন্দর্যের নিরিখে পদোন্নতি হয়েছে। সেটা তো রয়েছেই। মহিলাদের দক্ষতা, কাজের প্রতি অনুরাগ উপেক্ষা করা হয় সর্বতোভাবে।

আগের তুলনায় একটুও কি পরিস্থিতির বদল ঘটেছে? এমন প্রশ্নের উত্তরে স্বস্তিকা বলেন, আমাদের সমাজ ও দেশের অবস্থা খুব একটা স্বস্তিদায়ক নয়। আরজি করের ঘটনার পরে মনে হয়েছিল কত কিছু বদলাবে! সম্প্রতি মেট্রো স্টেশনে চুমুর ঘটনাটা নিয়েও তো কত কাণ্ড! মানসিকতার যে কোনও রদবদলই হয়নি তা স্পষ্ট। এই পুরো ঘটনায় দোষী একজনই, যিনি চুমু খাওয়ার ভিডিও করেছিলেন আর ছড়িয়ে দিয়েছিলেন। তাকে নিয়ে তো কোনও কথাই হল না। তার অন্যায়টা নিয়ে কেউ কথা বলল না, উল্টো ভালোবেসে কেউ কিছু করলে সেটা নিয়ে হইচই করা হয়। মেয়েটি চুমু খেয়ে যত অপরাধ করল!

নতুন বছরের পরিকল্পনা নিয়েও কথা বলেছেন স্বস্তিকা। তার বয়ান এমন, প্রচুর কাজ করব। মূলত মুম্বাইয়ে কাজ করাটাই প্রধান লক্ষ্য। বাংলা ইন্ডাস্ট্রিতে যাদের সঙ্গে এখনও কাজ করিনি, তাদের সঙ্গে কাজ করব। এছাড়া কাজের বাইরে বেড়াতে যাওয়ার ইচ্ছে রয়েছে।

আইএ/ ১৫ জানুয়ারি ২০২৫

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পুরুষের পদোন্নতি হলে পরিশ্রমের ফল, নারীর হলে অনুচিত পন্থায় রফা first appeared on DesheBideshe.



আরো খবর: