মস্কো, ২৭ এপ্রিল – ইউক্রেনের মাটিতে নামানো হয়েছে রাশিয়ার নতুন অস্ত্র টি-১৪ আর্মাটা ট্যাংক। এই ট্যাংকটি তৈরি করতে ১১ বছর সময় লেগেছে।
রয়টার্স জানিয়েছে, ২০১৪ সালে আর্মাটা ট্যাংকের নকশা তৈরি করেছিল ইউরালভ্যাগনজ়াভোড নামে একটি রুশ সংস্থা। পরের বছর সেই নকশা প্রকাশ্যে আসে। এর পর ২০২০ সালে ওই সংস্থাকেই দুই হাজার ৩০০টি এ ধরনের ট্যাংক তৈরির নির্দেশ দিয়েছিল ক্রেমলিন।
রুশ সংবাদমাধ্যমের দাবি, ইউরালভ্যাগনজ়াভোডের সঙ্গে ট্যাংক তৈরির চুক্তির মেয়াদ বৃদ্ধি করে তা ২০২৫ সাল পর্যন্ত করা হয়েছে।
৫৫ টনের এক-একটি ট্যাংকের দৈর্ঘ্য ৩৫ ফুট। উচ্চতা ও চওড়ায় ১১ ফুট করে।
ইউরালভ্যাগনজ়াভোডের দাবি, ট্যাংকটি ৫ থেকে ১২ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু ভেদ করতে সক্ষম।
১২ স্পিডের অটোমেটিক গিয়ার বক্সযুক্ত এই ট্যাংকগুলোর কর্মক্ষমতার পরিসীমা ৫০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এতে রয়েছে দেড় হাজার অশ্বক্ষমতাযুক্ত ১২এইচ৩৬০ ডিজ়েল ডাবল চার্জার ইঞ্জিন।
টি-১৪ ট্যাংকের ভেতরে বসেই একে চালনা করা যায়। সে জন্য এই সাঁজোয়া গাড়ির ওপরে কোনো সেনার দাঁড়িয়ে থাকার প্রয়োজন নেই। অর্থাৎ শত্রুপক্ষের ওপর আঘাত হানতে এই ট্যাংকটির চালনাকারী এর ভেতরে একটি সশস্ত্র ‘ক্যাপসুলে’ বসে থাকেন। সেখান থেকেই ট্যাংকটিকে নিয়ন্ত্রণ করেন তিনি।
আরআইএর রিপোর্ট অনুযায়ী, জাতীয় সড়কের মতো মসৃণ জায়গায় এক-একটি ট্যাংকের সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ৮০ কিলোমিটার।
সংবাদমাধ্যমের দাবি, ২০১৫ সালে এক-একটি টি-১৪ আর্মাটা ট্যাংকের জন্য খরচ হয়েছিল ৩৭ লাখ ডলার থেকে ৪৬ লাখ ডলার। ২০২২ সালে সে খরচ বেড়ে ৫০-৭১ লক্ষ ডলার হয়।
এই ট্যাংকের ‘প্রাইমারি গান’-এ ৪২ রাউন্ডের গোলা ভরা যায়। যার মধ্যে ৩২ রাউন্ড অটোলোডার। অন্যদিকে এই সাঁজোয়া গাড়িতে একই অক্ষের মেশিনগানে দুই হাজার রাউন্ডের গোলা রাখার ক্ষমতা রয়েছে।
সূত্র: যুগান্তর
আইএ/ ২৭ এপ্রিল ২০২৩