শিরোনাম ::
কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু উখিয়ার শিক্ষক ইকবাল হত্যার ঘটনায় আটক-১ “নদী ভাঙ্গন ঠেকাও,কোনাখালী বাসীকে বাঁচাও” কক্সবাজারে তরুণদের দক্ষতা উন্নয়নে জেপিটিটিসি’র হাউসকিপিং-প্লাম্বিং ট্রেনিংয়ের উদ্বোধন উখিয়ার সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়ম-দুর্নীতি! ঈদগাঁওতে বাসের ধাক্কায় ইজিবাইক যাত্রী নিহত সৌদি আরবে গ্যাস বিস্ফোরণে রামুর দুই যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পুণ্য এখন রাজকে বাবা হিসেবে চিনতে পারে না

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪
পুণ্য এখন রাজকে বাবা হিসেবে চিনতে পারে না


ঢাকা, ৩০ মে – চলচ্চিত্রে পা রাখতে না রাখতেই অভিনয়, গ্ল্যামার ও বিভিন্ন কারণে আলোচিত-সমালোচিত হন পরীমণি। ক্যারিয়ারে প্রথম সিনেমা মুক্তির আগেই সর্বাধিকসংখ্যক চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে দেন ঢালিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি।

কখনো কাজ, কখনো বা ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থেকেছেন পরীমণি। এছাড়া বেশ কয়েকবার বিয়ে ও বিচ্ছেদ, শুটিংয়ে অশিল্পীসুলভ আচরণ, নির্মাতা-সহকর্মীদের সঙ্গে উচ্ছৃঙ্খলতা, সাংবাদিকদের সঙ্গে একাধিকবার বিবাদে জড়ানো, বিলাসবহুল গাড়ি কেনা, মদকাণ্ডসহ নানা বিষয়ে বিতর্কের জন্ম দিয়েছেন এই সুন্দরী।

গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘গুণিন’ ওয়েবফিল্মে অভিনয় করার সময় সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর দুজনার ভালোলাগা, ভালোবাসা—অবশেষে বিয়ে। কিন্তু বরাবরের মতো এ সংসারও টেকাতে পারলেন না। বিচ্ছেদ হয় ঢালিউডের আলোচিত এই দম্পতির। এরপর সন্তান পুণ্যকে নিজের কাছেই রাখেন পরী।

জানা যায়, বিচ্ছেদের পর ছেলের কোনো খোঁজ রাখেননি বাবা শরিফুল রাজ। তবে এখন বদলেছে সময় ও দৃশ্যপট। অভিনেত্রীর সাবেক স্বামীকে জীবন থেকে মৃতই ঘোষণা করার পরে আর তার মুখোমুখি হবেন না এমন বললেও মাস খানেক ধরেই নাকি তার বাসায় যাচ্ছেন রাজ। এরপরই শোবিজাঙ্গনে আবারও জুটিকে নিয়ে নানান গুঞ্জন ভাসতে শুরু করে।

বিষয়টি নিয়ে সম্প্রতি একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছিলেন রাজ। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন।

বিচ্ছেদ হওয়ার পর আর দেখা হয়নি পরী-রাজের। বিচ্ছেদের সময় কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র রেখেই চলে গিয়েছিলেন নায়ক। সে কাগজ নিতেই নতুন করে বাসায় আসা। এমনটাই বলছেন পরী।

পরীমণি জানিয়েছেন, রাজ এলে তাকে রান্না করে খাইয়েছেন। তবে তার ছেলে এখন বাবাকে চিনতে পারে না। এটা নায়কের জন্য শাস্তি। তবে পরী চান রাজ যেন এমন কোনো কাজ না করেন, যাতে বড় হয়ে কারও কাছে তাদের সন্তানকে ছোট হতে না হয়।

আইএ/ ৩০ মে ২০২৪





আরো খবর: