মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পিক-আপ কেড়ে নিলো দুই স্কুলছাত্রীর প্রাণ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২

ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় ধান বোঝাই পিকআপের চাপায় ২ স্কুলছাত্রী নিহত এবং ১ জন গুরুতর আহত হয়েছে।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) ফটিকছড়ির পাইন্দং পেলাগাজীর দীঘি এলাকায় বেলা সাড়ে বারোটার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। হতাহত ৩ জনই দশম শ্রেণীর ছাত্রী। নিহত দুজন হলেন মিশু আকতার এবং নিশা মনি। গুরুতর আহত অপরজনকে ভর্তি করা হয় হাসপাতালে। ৩ জনেরই বাড়ি পাইন্দং এলাকায়।

খবর পেয়ে ছুটে আসেন নিহতদের স্বজনরা। তাদের আহাজারিতে ভারি হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ। তাদের অভিযোগ, ট্রাফিক পুলিশের ধাওয়া খেয়ে বেপরোয়া গতিতে পালানোর সময় চাঁদের গাড়িটি ৩ ছাত্রীকে চাপা দেয়।

ঘটনার পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ ও বিক্ষোভ করে উত্তেজিত জনতা। আগুনে পুড়িয়ে দেয় চাঁদের গাড়ি ও ধাওয়া করা ট্রাফিক পুলিশের দুটি মোটরসাইকেল। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

যমুনা টিভি অনলাইন


আরো খবর: