শিরোনাম ::
নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান মুরগির বাচ্চায় প্রতিদিন ৯ কোটি টাকা ‘লুট’, খামার বন্ধের হুঁশিয়ারি সংবিধানে উপ-প্রধানমন্ত্রী পদ রাখাসহ আরও যেসব প্রস্তাব বিএনপির কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১০:২৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পালাতে চেষ্টা করেছিলেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজোম

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
পালাতে চেষ্টা করেছিলেন নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাজোম


নিয়ামে, ২০ অক্টোবর – নাইজারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোম রাতের আঁধারে পালানোর চেষ্টা করেছেন বলে দাবি করেছেন দেশটির সামরিক জান্তা। তবে তার এ প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এমন দাবি করে সামারিক জান্তা এক বিবৃতিতে বলেছে, ‘কয়েকজন নিরাপত্তাকর্মীর সহায়তায় বাজোম তার দুই গৃহকর্মীকে নিয়ে বৃহস্পতিবার রাত ৩টায় পালানোর পরিকল্পনা করেন। ওই নিরাপত্তাকর্মীরা তাদের রাজধানী নিয়ামে ছাড়ার জন্য পরিবহনের ব্যবস্থা করেছিল। সেখান থেকে একটি বিদেশি শক্তির দুটি হেলিকপ্টারে করে তাদের নাইজেরিয়ায় চলে যাওয়ার কথা ছিল।’

বিবৃতিতে সামরিক জান্তা আরও বলেছে, ‘এই পরিকল্পনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটি নস্যাৎ করে দেওয়া হয়েছে। এরমাধ্যমে মূলত দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হয়েছিল। এরসঙ্গে জড়িত মূল পরিকল্পনা ও তাদের কয়েকজন সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

বাজোম এখন কোথায় আছেন সেটি পরিস্কার নয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

গত ২৬ জুলাই পশ্চিমাপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে প্রেসিডেন্ট প্যালেসে অবরুদ্ধ করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এরপর থেকে প্যালেসেই গৃহবন্দি অবস্থায় ছিলেন তিনি।

বাজোমকে ক্ষমতাচ্যুত করার পরই সামরিক জান্তা দাবি করে, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার শক্তিশালী প্রমাণ তাদের কাছে রয়েছে।

এদিকে জুলাইয়ে সেই অভ্যুত্থানের পর নাইজার থেকে ফ্রান্সের সেনাদের বের করে দেয় সামরিক জান্তা। ওই অভ্যুত্থুানের আগে দেশটিতে প্রায় ১ হাজার ৫০০ ফরাসি সেনার অবস্থান ছিল।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২০ অক্টোবর ২০২৩





আরো খবর: