বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পালংখালীতে শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক :
আপডেট: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজের আয়োজন যথাযোগ্য মর্যাদায় পালন করেছেন উখিয়া উপজেলার আওতাধীন পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগ।
জাতীয় শোক দিবস উপলক্ষে ২৫ আগষ্ট,২০২৩ থাইংখালী সরকারি প্রথামিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উখিয়া উপজেলাধীন পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠান স্বতঃস্ফূর্ত ভাবে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গনভোজের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন সম্পন্ন করে।

উক্ত আয়োজিত গণভোজ ও আলোচনা সভা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

বক্তব্য রাখেন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জমির উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ শাহ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম কন্ট্রক্টর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর হক আজাদ, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কাজি আকতার উদ্দিন টুনু,সদস্য মোজাফফর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এ মনজুর, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কফিল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের মফিদুল আলম সিকদার, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ যুগ্ন সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ শেখর,পালংখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এতমিনানুল হক।

পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজল কাদের চৌধুরী ভুট্টোর সভাপতিত্বে ও পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর শুক্কর মেম্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আরো খবর: