শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পায়রা বন্দরে নোঙর করেছে কয়লাবাহী চতুর্থ জাহাজ ‘সুমিত’

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১০ জুলাই, ২০২৩

পটুয়াখালী, ১০ জুলাই – পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি ২৫ জুন পুনরায় চালু হওয়ার পর বন্দরের ইনার অ্যাংকারেজে নোঙর করেছে চতুর্থ নাম্বার কয়লাবাহী মাদার ভ্যাসেল এমভি সুমিত।

রোববার (৯ জুলাই) বিকেল ৪ টার দিকে ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে জাহাজটিকে ইনার অ্যাংকারেজে নিয়ে আসা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, রোববার বিকেল ৪টায় ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি সুমিত নামে একটি জাহাজ পায়রা বন্দরের আউটারেজে আসে। সেখান থেকে জাহাজটিকে বন্দরের ইনার অ্যাঙ্কোরেজে বিকেল ৪টা দিকে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, কয়লার অভাবে বন্ধ তাপবিদ্যুৎ কেন্দ্রটি চালু হওয়ার পর কয়লা নিয়ে আসা চতুর্থ জাহাজ এমভি সুমিত। ১৯৯.৯০ মিটার দৈর্ঘ্য ও ৩২.২৬ মিটার প্রস্থের জাহাজটি প্রায় এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসে।

এর আগে ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে আসে এমভি জাদোর নামের একটি মাদার ভ্যাসেল। এছাড়া পাভো ব্রেভ ও অ্যাথেনা নামের আরও তিনটি জাহাজ বন্দরে আসে এবং কয়লা খালাস কার্যক্রম শেষ করে গত ২৫ জুন বিদ্যুৎ উৎপাদন শুরু করে বিদুৎকেন্দ্রটি ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১০ জুলাই ২০২৩

 

 


আরো খবর: