ঢাকা, ৩০ মার্চ – চলতি বছর এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ভারতে। আর ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কায়। এশিয়া কাপও এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। তাই এই দুই আসরের প্রস্তুতি সারতে পাকিস্তান সফর থেকে ওয়ানডে সিরিজ বাতিল করে দুটি টি-টোয়েন্টি বেশি খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী মে মাসে পাকিস্তান সফরে বাংলাদেশ দলের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল। তবে দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে, তারা পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।
এ ছাড়া, সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় দুই বোর্ড সভাপতির আলোচনায় ঠিক হয়েছে, পাকিস্তান জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে এবং আরও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।
এই সিরিজটি আইসিসির নির্ধারিত সফরসূচির (এফটিপি) অংশ নয়, তবে দুই দল একসঙ্গে প্রস্তুতি নিতে এটি আয়োজন করা হচ্ছে। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া তিনটি টি-টোয়েন্টি ম্যাচ ঢাকায় ২০, ২২ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে।
সূত্র: আরটিভি নিউজ
এনএন/ ৩০ মার্চ ২০২৫