শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বুধবার, ১৪ মে ২০২৫, ০১:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পাকিস্তানে এক ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার রুপি

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
পাকিস্তানে এক ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার রুপি


ইসলামাবাদ, ০৪ এপ্রিল – সংকট যেনো পিছু ছাড়ছে না পাকিস্তানের। দেশটিতে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। পণ্যের পর এবার সোনার ক্ষেত্রেও একই চিত্র সামনে এসেছে। দেশটিতে এক ভরি (১১. ৬৬ গ্রাম) সোনার দাম এখন দুই লাখ ১৪ হাজার ৫০০ পাকিস্তানি রুপি, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। মূলত ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির ব্যাপক পতনের পর সেখানে সোনার দাম বেড়েছে। খবর জিও নিউজের।

অল-পাকিস্তান সরাফা জেমস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (এপিএসজিজেএ) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৪ ক্যারেটের প্রতি ভরি সোনায় পাঁচ হাজার রুপি বেড়ে দুই লাখ ১৪ হাজার ৫০০ রুপিতে দাঁড়িয়েছে। অন্যান্য ক্যারেটের ক্ষেত্রেও একই বৃদ্ধি দেখা গেছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির রেকর্ড পতন হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফান্ড পেতে দেশটি যখন হিমশিম খাচ্ছে তখন মুদ্রাটির এমন পতন হয়। এর পরেই মূলত সোনার দাম বাড়ে।

এদিন আন্তঃব্যাংক বাণিজ্যে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রাটির মান দাঁড়ায় ২৮৭ দশমিক ২৯ রুপিতে। আগের দিন সোমবার এক ডলার সমান ছিল ২৮৫ দশকি শূন্য চার রুপি।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এর আগে ২ মার্চ রুপির মান রেকর্ড পতন হয়। ওই দিন ডলারের বিপরীতে রুপির মান ছিল ২৮৫ দশমিক শূন্য দশমিক নয়।

অন্যদিকে দেশটিতে পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না মূল্যস্ফীতির। বার্ষিকভিত্তিতে চলতি বছরের মার্চ মাসে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩৫ দশমিক ৩৭ শতাংশ হয়েছে।

বিনিয়োগ কোম্পানি আরিফ হাবিব করপোরেশনের তথ্য অনুযায়ী, মার্চে পাকিস্তানে মূল্যস্ফীতির যে হার পাওয়া গেছে, তা ১৯৬৫ সালের জুনের পর সর্বোচ্চ।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৪ এপ্রিল ২০২৩





আরো খবর: