নয়াদিল্লি, ১০ অক্টোবর – এবারের বিশ্বকাপ আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদে আজ পাকিস্তানের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের পর দু’দলের অবস্থান আপাতত দুই মেরুতে। হায়দরাবাদেই নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করা পাকিস্তান রয়েছে ফুরফুরে মেজাজে। আর দিল্লিতে দক্ষিণ আফ্রিকার কাছে ১০২ রানে হারা শ্রীলঙ্কা ঘুরে দাঁড়ানোর রাস্তা খুঁজছে।
প্রথম ম্যাচে দাসুন শানাকার দল শুধু হারেইনি, বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি ৪২৮ রানও হজম করেছে। দ্বিতীয় ম্যাচে নতুন ভেন্যুর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জও আছে। অন্যদিকে হায়দরাবাদে প্রায় দুই সপ্তাহ থাকায় পাকিস্তান পাচ্ছে হোম কন্ডিশনের সুবিধা।
দুঃসময়ে শ্রীলঙ্কার জন্য প্রেরণা হতে পারে চোট কাটিয়ে স্পিনার মহীশ তিকশানার ফেরা। চোটের দরুন বিশ্বকাপে নেই ওয়ানিন্দু হাসারাঙ্গা ও চামিরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিকশানাও না থাকায় শ্রীলঙ্কার বোলিং নখদন্তহীন হয়ে গিয়েছিল। আজ তিকশানা খেলবেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার সহকারী কোচ নাভিদ নওয়াজ।
সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১০ অক্টোবর ২০২৩