ইসলামবাদ, ২৪ সেপ্টেম্বর – পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স (আইএসআই) এর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আসিম মালিককে।আইএসআই মহাপরিচালক নিয়োগ নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে কথিত অচলাবস্থার পর সোমবার (২৩ সেপ্টেম্বর) এ নিয়োগ দেওয়া হল।দেশটির নিরাপত্তা সূত্র ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এ খবর জানায়।এদিকে নতুন নিয়োগ পাওয়া আইএসআই প্রধান আসিম মালিক সেনাবাহিনীতে এ্যাডজুডিকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি যুক্তরাষ্ট্রের ফোর্ট লিয়াভেনওর্থ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক। ৩০ সেপ্টেম্বর থেকে দায়িত্ব বুঝে নেবেন আসিম মালিক।গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধানের দায়িত্ব মূলত দেশটির প্রধানমন্ত্রীকে প্রতিবেদন দেওয়া, তবে তিনি পাকিস্তানের সেনাপ্রধানের নিয়ন্ত্রণে থাকেন।সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে আইএসআই প্রধানকে নিয়োগ করা নিয়ে ২০২১ সালে মতবিরোধের ঘটনা ঘটে। এর কয়েক মাস পরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।কথিত রয়েছে, দেশটির রাজনৈতিক অঙ্গনে আইএসআইয়ের ভূমিকা নিয়ে ব্যাপক তদন্তের মুখে এ পরিবর্তন নেওয়া হয়েছে। কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে রাজনৈতিকভাবে সমর্থন করার অভিযোগে একজন সাবেক আইএসআই প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।ইমরান খান অভিযোগ করেন, বর্তমান আইএসআই প্রধান নাভিদ আঞ্জুমের অধীন সংস্থাটিকে তার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।পাকিস্তানের কয়েকজন জ্যেষ্ঠ বিচারকের পক্ষ থেকেও এ নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার ঘটনা ঘটে, যা গণমাধ্যমে প্রকাশ পায়। এসব চিঠিতে অভিযোগ করা হয়, আইএসআইয়ের গোয়েন্দারা বিচারকদের ওপর ইমরান খানের বিরুদ্ধে মামলার রায় দিতে চাপ দিচ্ছেন।উল্লেখ্য, ২০২১ সালের পর দেশটির গুরুত্বপূর্ণ এ পদে এই প্রথম পরিবর্তন এল। অবশ্য পাকিস্তানের আইএসপিআরের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।সূত্র: কালবেলাআইএ/ ২৪ সেপ্টেম্বর ২০২৪