ইসলামবাদ, ১২ আগস্ট – জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানের অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা জানা যাবে আজই। গতকাল শুক্রবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই তথ্য নিশ্চিত করেন।
শেহবাজ শরীফ বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে জোটের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। তিনি মনে করিয়ে দেন, সংবিধান তাদের প্রধানমন্ত্রী চূড়ান্ত করার জন্য আট দিন সময় দিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার শেহবাজ শরীফের অনুরোধে পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি। পার্লামেন্ট ভেঙে যাওয়ায় পাকিস্তানের সংবিধানের ২২৪-এ অনুচ্ছেদ অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকার নিয়োগের প্রক্রিয়া শুরু হবে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজ আলোচনা করে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করবেন। তারা ব্যর্থ হলে পার্লামেন্টারি কমিটি এই দায়িত্ব নেবে।
ইতিমধ্যে বিরোধী দলীয় নেতা রাজা রিয়াজের সঙ্গে বৈঠক করেছেন শেহবাজ। একটি তালিকাও তৈরি করেছেন তারা।
ডনের প্রতিবেদনে বলা হয়, রিয়াজ ছয়জন সম্ভাব্য প্রার্থীর নাম প্রস্তাব করেছেন। তিনি বলেছেন, নাম চূড়ান্ত করার ব্যাপারে তাদের কোনো তাড়া নেই।
আজ আবারও দুই নেতার বসার কথা রয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী, তিন দিনের মধ্যে তাদের নাম চূড়ান্ত করার কথা। তারা ব্যর্থ হলে পার্লামেন্টারি কমিটি এই দায়িত্ব নেবে।
আইন অনুযায়ী, কমিটির কাছে নাম পাঠাবেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা। তিন দিনের মধ্যে নাম চূড়ান্ত করবে কমিটি। তারাও যদি ব্যর্থ হয় তবে তখন এই দায়িত্ব পাবে ইলেকশন কমিশন অব পাকিস্তান।
সংবিধান অনুযায়ী, অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়োগ হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবিধানের ৯৪ অনুচ্ছেদে বলা আছে,`উত্তরসূরী নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীকে তার দাপ্তরিক কাজ চালিয়ে যেতে বলতে পারেন প্রেসিডেন্ট।
শেহবাজ শরীফ ও রাজা রিয়াজের কাছে নাম, চূড়ান্ত করার আহ্বান জানিয়ে চিঠি লিখেছেন প্রেসিডেন্ট আরিফ আলীভ। তিনি আজ শনিবারের মধ্যে নাম চূড়ান্ত করার কথা বলেছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন ৯ আগস্ট প্রধানমন্ত্রী অনুরোধে তিনি পার্লামেন্ট ভেঙে দেন।
ডনের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন পিএমএল-এন নিজেদের পছন্দের কাউকে দায়িত্ব দিতে চায়। সেজন্যই এই প্রক্রিয়া দীর্ঘ হয়ে যেতে পারে।
এক সূত্রের বরাতে ডন দাবি করে, ইতিমধ্যে বিষয়টি নিয়ে দলের সর্বোচ্চ নেতা নওয়াজ শরীফ পিপিপি নেতা আসিফ আলী জারদারি কথা বলছেন।
সূত্র: আমাদের সময়
আইএ/ ১২ আগস্ট ২০২৩