শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পাইরেসির কবলে শাকিবের ‘দরদ’

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪


ঢাকা, ২৩ নভেম্বর – আবারও পাইরেসির শিকার হয়েছে ঢাকাই ছবি। প্রেক্ষাগৃহে মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ইউটিউবে দেখা যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ সিনেমা।

গেল শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই ছবি। সেসময় বাংলাদেশের বাইরে আরও ২০টি দেশে একযোগে মুক্তি পায় দরদ।

প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহে সিনোমটি ভালো ব্যবসা করলেও দ্বিতীয় সপ্তাহের শুরুতেই পাইরেসির শিকার হলো ছবিটি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় ইউটিউবে দেখা যাচ্ছে শাকিবের এই ছবি। ধারণা করা হচ্ছে, কোনো প্রেক্ষাগৃহ থেকেই সিনেমাটি মোবাইলে ধারণ করে অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এর আগে বহুবার পাইরেসি নিয়ে দর্শকদের সতর্ক করেও নিজের সিনেমার পাইরেসি বন্ধ করতে পারলেন না শাকিব খান।

এ বিষয়ে পরিচালক অনন্য মামুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি।

রোম্যান্টিক থ্রিলার ধাঁচের ছবি ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

আইএ/ ২৩ নভেম্বর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::পাইরেসির কবলে শাকিবের ‘দরদ’ first appeared on DesheBideshe.



আরো খবর: