বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পরীমণির প্রয়াত প্রথম স্বামী, কে এই ইসমাইল?

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪


ঢাকা, ২৩ নভেম্বর – সাত সকালেই দুঃসংবাদ! আলোচিত চিত্রনায়িকা পরীমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার মারা গেছেন। শুক্রবার রাতে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পাচ্চর এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।

ইসমাইল ছিলেন পরীমনির প্রথম স্বামী। তাদের দাম্পত্য জীবনের কোনো খবর তেমন আসেনি। আর কেনই বা আসবে? পরীমনি তখনো নায়িকা বনে যান নি। তখন তিনি ছিলেন গ্রামের আর দশজন সাধারণ তরুণীর মতোই। যাকে এখন পরীমনি নামে চিনছেন, আদতে তিনি তখন ছিলেন শামসুন্নাহার স্মৃতি!

সময়টা ২০১২ সাল। পারিবারিকভাবে পরিচিতি থাকায় সম্পর্কে চাচাতো ভাই ইসমাইল হোসেন জমাদ্দারকে বিয়ে করেন এখনকার পরীমনি তথা শামসুন্নাহার স্মৃতি। যদিও সেই সংসার বেশিদিন টেকেনি। দুই বছরের মাথায় ২০১২ সালের এপ্রিলে ইসমাইলকে তালাক দেন স্মৃতি।

সময়ের ব্যবধানে তখন পরীমনির পোশাক আশাক থেকে শুরু করে চেহারায় ছিল নানান ভিন্নতা। সামাজিক মাধ্যমে সে সময়ের বেশ কিছু ছবি ছড়িয়েও পড়েছিল। ২০১০ সালের সেই পরীমনি ও এখনকার পরীমনির মাঝে যেন বিস্তর ফারাক।

সে সময় পরীমনি তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন বলে বিভিন্ন মহলে উঠে এসেছে। অর্থাৎ, ইসমাইল হোসেনের সঙ্গে বিয়ে হয় তখনই, যে তার প্রথম স্বামী। বিবাহ বিচ্ছেদের পর ইসমাইল বা তার পরিবারের কোনো যোগাযোগ নেই বলেও জানা গেছে।

কিন্তু সঙ্গী পালটে এখানেই থামেননি স্মৃতি ওরফে পরীমনি। আলোচিত এই নায়িকার কাগজে-কলমে তার চারটি বিয়ের খবর কারোই অজানা নয়। ইসমাইলকে তালাক দেওয়ার পর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবীর সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরীমনির। সেই দ্বিতীয় স্বামী নানান আপত্তি, অভিযোগ তোলেন পরীমনির বিরুদ্ধে।

সৌরভ জানান, কলেজে পড়ার সময়ই মিডিয়ার এক ব্যক্তির নজরে আসেন শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। তার কিছু ছবি পত্রপত্রিকাকে ছাপেন ওই ব্যক্তি। এরপর থেকেই গ্ল্যামার দুনিয়ায় যাত্রা শুরু হয় তার। শামসুন্নাহার স্মৃতি নিজের নাম বদলে রাখেন ‘পরীবানু’। পরে অবশ্য সেই নাম বদলে রাখেন পরীমনি।

আবার, নায়িকা হওয়ার পর ২০২০ সালের ১৪ এপ্রিল বিনোদন সাংবাদিক তামিম হাসানের সঙ্গে বাগদান সারেন পরীমনি। কিন্তু বিয়ে পর্যন্ত গড়ায়নি। তবে ঢালিউডে কান পাতলে শোনা যায়, পরীমনি আর তামিমের গোপনে বিয়েও হয়েছিল। কিন্তু তা টেকেনি।

এরপর গত বছরের মার্চে থিয়েটারকর্মী ও চলচ্চিত্রের সহকারী পরিচালক কামরুজ্জামান রনিকে খুবই অল্প দিনের পরিচয়ে বিয়ে করেন পরীমনি। এই সংসার টেকেনি তিন মাসও। রনির সঙ্গে ডিভোর্সের কিছুদিন পরই গত বছরের ১৭ অক্টোবর অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন পরীমনি। রাজের সন্তানের মাও হয়েছেন। কিন্তু সেই সংসারও এখন নেই।

আইএ/ ২৩ নভেম্বর ২০২৪



আরো খবর: