বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

পরবর্তী সময়ে কোথায় যাব জানি না, তবে দেশে ফিরছি না

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪


ঢাকা, ১৭ অক্টোবর – সাকিব আল হাসান তার শেষ টেস্টটা ঘরের মাঠে খেলতে চান, ভারত সিরিজের সময়ই জানিয়েছিলেন সেই ইচ্ছের কথা। শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং অন্তবর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা সাকিবের ফেরার বিষয়ে নেতিবাচক থাকলেও পরে আশার বাণী শুনিয়েছিলেন।

সাকিব দেশে ফিরতে পারেন, তাকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে এবং হয়রানি করা হবে না-এমন আশ্বাস ছিল সরকারের পক্ষ থেকে। সেইমতোই সাকিব দেশে ফেরার প্রস্তুতি নিয়েছিলেন। কথা ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবেন।

কিন্তু হঠাৎ পাল্টে গেছে দৃশ্যপট। দুবাই থেকে আজ স্থানীয় সময় বিকেল পাঁচটার ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল সাকিবের। তবে আপাতত সাকিবকে দেশে না আসতে পরামর্শ দিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার একটি ‘জুম মিটিং’ করে বিসিবি। সেই মিটিংয়ে দেশে ফিরতে সাকিবকে নিষেধ করা হয়। বিসিবির পরামর্শ অনুযায়ী ফ্লাইটও বাতিল করে দিয়েছেন সাকিব।

তবে কি সাকিব আর দেশে ফিরবেন না? খেলবেন না ক্যারিয়ারের শেষ টেস্ট? ঘরের মাঠের দর্শকদের সামনে সাকিবের বিদায় নেওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? অবস্থাদৃষ্টে পরিস্থিতি বেশ জটিলই মনে হচ্ছে।

সাকিবের এই বক্তব্যে অনেকটাই পরিষ্কার, তিনি হয়তো বাংলাদেশে সহসাই ফিরবেন না। যুক্তরাষ্ট্রে তার পরিবার রয়েছে। সেখানেই তিনি স্থায়ী হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৭ অক্টোবর ২০২৪



আরো খবর: