ঢাকা, ১০ মার্চ – অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে আজ সোমবার পদত্যাগ করেছেন অধ্যাপক ড. এম আমিনুল ইসলাম। তবে কি কারণে তিনি পদত্যাগ করেছেন, সাংবাদিকরা তা জানতে চাইলে তিনি ব্যাপারে কিছুই বলতে চান না বলে জানিয়েছেন।
পদত্যাগের কারণ জানতে চাইলে ড. এম আমিনুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না। আমি এটুকু বলতে চাচ্ছি যে আমি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি আজকে।’
কারণ কী- এক সাংবাদিক ফের এ প্রশ্ন করলে তিনি বলেন, ‘কারণটা আমি বলতে চাচ্ছি না। কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না।’
আরও বড় দায়িত্বে যাচ্ছেন কি না, জানতে চাইলে ড. এম আমিনুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমরা কিছু জানাতে চাচ্ছি না।’
এরপরের পরিকল্পনা কি? আপনি তো দুটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরবর্তীতে শিক্ষকতায় আসবেন কি না?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কোনো না কোনোভাবে শিক্ষকতায় থাকব।’
সূত্র: আমাদের সময়
আইএ/ ১০ মার্চ ২০২৫