শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নৌকাযোগে ইন্দোনেশিয়ায় আরও ১৮৫ রোহিঙ্গা

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ইন্দোনেশিয়ায় আচেহ প্রদেশে পৌঁছেছে আরও ১৮৫ রোহিঙ্গা। স্থানীয় পুলিশ ও মানবাধিকার কর্মীরা এই তথ্য জানিয়েছেন।

সোমবার উজং পাই গ্রামের সমুদ্র সৈকতে ওই নৌকাটি পৌঁছায়। এর আগের দিনই কাঠের নৌকায় করে ৫৭ রোহিঙ্গা পৌঁছেছিল একই প্রদেশে।

আচেহ প্রদেশের পুলিশের মুখপাত্র উইনাদ্রি জানিয়েছেন, ‘এই গ্রুপের মধ্যে ৮৩ জন পুরুষ, ৭০ জন নারী এবং ৩২ শিশু রয়েছে। ’

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, ২০২১ সালের তুলনায় চলতি বছর রোহিঙ্গাদের নৌকায় করে ঝুঁকিপূর্ণ সাগরযাত্রার পরিমাণ বেড়েছে ছয় গুণ। রোহিঙ্গাদের উদ্ধারে আশপাশের রাষ্ট্র সমূহকে নমনীয় হওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ জানিয়েছে, এরকম যাত্রায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তত ২০ রোহিঙ্গা শরণার্থীর প্রাণ গেছে।


আরো খবর: