শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নোবেলজয়ী ও ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট আহতিসারি মারা গেছেন

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
নোবেলজয়ী ও ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট আহতিসারি মারা গেছেন


হেলসিঙ্কি, ১৬ অক্টোবর – ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও শান্তিতে নোবেল বিজয়ী মার্টি আহতিসারি মারা গেছেন। আজ সোমবার ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নেতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন মার্টি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

কসভো, ইন্দোনেশিয়া ও নর্দার্ন আয়ারল্যান্ডের সংঘাপূর্ণ এলাকায় শান্তি স্থাপনে ভূমিকা রাখায় বিশ্বে প্রশংসিত ছিলেন তিনি। এ জন্য ২০০৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। পুরস্কার গ্রহণের সময় তিনি বলেন, যুদ্ধ ও সংঘাত এড়ানো সম্ভব নয় এমন মতবাদে তিনি বিশ্বাস ছিলেন না। তিনি বলেন,শান্তি স্থাপন আসলে ইচ্ছার ব্যাপার। চাইলে সব সংঘাতই থামানো সম্ভব।’

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার সঙ্গে বছরের পর বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের পর নামিবিয়াকে স্বাধীনতা অর্জনে সহায়তা করেছিলেন আহতিসারি। প্রেসিডেন্ট হিসাবে দায়িত্বপালনের সময় তিনি ফিনল্যান্ডের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদকে সমর্থন করেছিলেন এবং ভোটারদের এ সংক্রান্ত গণভোটে সমর্থন দিতেও উৎসাহিত করেছিলেন। পরে ফিনল্যান্ডের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার বিষয়টি ৫৭ শতাংশ সমর্থনে পাস হয়।

সূত্র: আমাদের সময়
আইএ/ ১৬ অক্টোবর ২০২৩





আরো খবর: