কাঠমান্ডু, ২৭ এপ্রিল – নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা কেপি শর্মা ওলির গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা। বুধবার নেপালের ঝাপা জেলায় এ ঘটনা ঘটে। খবর এএনআইয়ের।
বিক্ষোভকারীদের পাশ দিয়ে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন এই নেতা। এ সময় এমন ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।
এ সময় দেশটির ‘কোশি’ প্রদেশের নাম পরিবর্তনের জন্য জোরে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে এবং রাজনীতিবিদসহ সর্বস্তরের জনগণের নিরাপত্তা জোরদারে কাজ করে যাবে সরকার।
সূত্র: যুগান্তর
আইএ/ ২৭ এপ্রিল ২০২৩