শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নেপালকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩
নেপালকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ মেয়েদের আসরের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সাফের মতো এই আসরেও প্রতিপক্ষ ছিল নেপাল। পরিবর্তন হয়েছে ভেন্যু। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের পরিবর্তে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম। যেখানে বাংলাদেশ হিমালয় কন‌্যাদের বধ করেছে ৩-০ গোলে। গোল করেন রিপা, অধিনায়ক শামসুন্নাহার ও আফিদা। সাফ চ‌্যাম্পিয়নশিপে বাংলাদেশ জয়ী হয়েছিল ৩-১ গোলে।

তৃতীয় শিরোপার খোঁজে ফাইনালে নেমে নেপালের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করে তারা।

নেপালের রক্ষণ চিড়ে গোলের দেখা পেতে অনেক সময় লেগেছে। ঢাকার বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে প্রথমার্ধে চার মিনিটের ব্যবধানে দুটি গোল করেছে স্বাগতিকরা।

সতীর্থের বাড়ানো পাসে আকলিমা খাতুন বল নিয়ে ঢুকতে পারেননি। ছোট ডি বক্সের সামনে প্রতিপক্ষের বাধায় পড়ে যান। নেপালের ফুটবলার তা বিপদমুক্ত করতে গেলে রিপার পায়ে বল পড়ে এবং বক্সের বাইরে থেকে বল উড়িয়ে জালে জড়ান বাংলাদেশের ১০ নম্বর জার্সিধারী। ৪২তম মিনিটের গোলে এগিয়ে যাওয়ার পর দুর্দান্ত বাংলাদেশ।

যোগ করা সময়ের শুরুতে নেপালি খেলোয়াড় লাফানো বল আটকাতে ব্যর্থ হলে পেয়ে যান আকলিমা খাতুন, আলতো টোকায় তিনি বল বাড়ান শামসুন্নাহার জুনিয়রের দিকে। তারপর বল টেনে নিয়ে গোলরক্ষককে একা পেয়ে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে রিপার ফ্রি কিক থেকে দূরের পোস্টে দাঁড়ানো উন্নতি খাতুন তৃতীয় গোল করেন। শামসুন্নাহার প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউলে বক্সের বাইরে পড়ে যান। সেই ফ্রি কিক কাজে লাগিয়ে ব্যবধান আরো বাড়ায় বাংলাদেশ।


আরো খবর: