রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নির্বাচন নিয়ে সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নই

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ১৮ জানুয়ারি – নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের ভাসাভাসা রোডম্যাপে সন্তুষ্ট নন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এ মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, অনির্বাচিত সরকারের দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার ইতিহাস আমাদের কাছে খুব সুখকর নয়। অতীতের ইতিহাসও খুব সুখকর নয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, শুধু স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি বজায় রাখতে সক্ষম।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এখন বাজারে সরবরাহ ব্যবস্থা ঠিক নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই। অনির্বাচিত সরকার কতদিন থাকবে, সেটার ঠিক নেই। আপনারা কবে রোডম্যাপ দেবেন, তারও কোনো নির্দেশনা নেই। ভাসাভাসা সময়ের কথা বলছেন-এত সালের শেষে, অত সালের প্রথমে নির্বাচন হতে পারে, সেটাতে আমরা সন্তুষ্ট নই, এ দেশের জনগণ সন্তুষ্ট নয়।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সংস্কার কমিশন তাদের প্রতিবেদন ১৫ দিন পরে দিয়েছে, সমস্যা নেই। এখন অগ্রাধিকার নিরূপণের জন্য আরও এক মাস সময় চাইছে। কিন্তু অগ্রাধিকার হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের জন্য গণতান্ত্রিক, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। ভোটার হালনাগাদ চলছে, অন্যান্য আইনি সংস্কার কাগুজে ব্যাপার। অন্যান্য প্রাতিষ্ঠানিক সংস্কার সময় বেশি লাগার কথা নয়। এ দেশে জুন মাসেও নির্বাচনের ইতিহাস রয়েছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৮ জানুয়ারি ২০২৫



আরো খবর: