ঢাকা, ১৪ ডিসেম্বর – দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা ফিরে পেয়েও নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।
আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে হিরো আলম বলেন, ‘নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করে নেব। কেনো নির্বাচন থেকে সরে যাচ্ছি তা ওইদিনই সংবাদমাধ্যমে জানাব। আপাতত ধরে নিন নির্বাচন থেকে সরে যাচ্ছি।’
এর আগে, গতরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন হিরো আলম। গত ৩ ডিসেম্বর বগুড়ার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সাইফুল ইসলাম চারটি ভুলের কারণে তার মনোনয়নপত্র বাতিল করে দেন। পরে ৬ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পান তিনি।
আইএ/ ১৪ ডিসেম্বর ২০২৩