শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নিজেই মেয়ে পছন্দ করে বিয়ে করলেন হাসান মাহমুদ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১০ জুন, ২০২৩
নিজেই মেয়ে পছন্দ করে বিয়ে করলেন হাসান মাহমুদ


ঢাকা, ১০ জুন – আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামার আগে জাতীয় দলের ক্রিকেটাররা যেখানে অনুশীলনে ব্যস্ত ঠিক তখনই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন জাতীয় দলের তরুণ পেসার হাসান মাহমুদ। শুক্রবার পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয় তরুণ এই পেসারের।

হাসানের স্ত্রী ফারিয়া ঐশী মাদারিপুরের শিবচরের বাসিন্দা। বর্তমানে তিনি পড়াশোনা করছেন মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজিতে (এমআইএসটি) ইন্ড্রাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে। পেশায় তার বাবা একজন ব্যবসায়ী। দুই বোন ও এক ভাইয়ের ভেতর ঐশী সবার বড়।

পারিবারিক সূত্রে জানা যায়, হাসান ও ঐশীর পরিচয় ছিল আগে থেকেই। দীর্ঘদিন ধরে সম্পর্ক ছিল দুইজনের। সম্পর্কের মধুর পরিণতি হলো তাদের বিয়ের মধ্য দিয়ে।

বিয়েটা এখন ছোট পরিসরে হলেও বিশ্বকাপের পর অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানিয়েছেন হাসান মাহমুদের বাবা মোহাম্মদ ফারুক আহমেদ। অনুষ্ঠানটি নিজ এলাকা লক্ষ্মীপুরে করার ইচ্ছা পোষণ করেন তিনি।

এর আগে গত বুধবার হাসান মাহমুদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেছিলেন বাবা ফারুক আহমেদ। ছেলের বিয়ের কারণ জানাতে গিয়ে তিনি বলেন, বর্তমানে ফেসবুকের যে হাল শুরু করেছে, ও তো সহ্য করার মতো নয়। সব মেয়েরাই অফার করছে যে, এই করব ওই করব। তাই ও (হাসান) যেন ভালো থাকে, একদিকে মন থাকে; তাই আমরা চুপে-চাপে এই ব্যবস্থা গ্রহণ করেছি।

উল্লেখ্য, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হাসানের। এখন অবধি জাতীয় দলে পথচলায় ১১ ওয়ানডেতে ১৮ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে ১৬ ম্যাচে পেয়েছেন সমান উইকেট। তার চেয়েও বড় কথা, বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে নির্ভরযোগ্য বোলার হয়ে উঠেছেন ২৩ বছর বয়সী এই ডানহাতি পেসার।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১০ জুন ২০২৩





আরো খবর: