শিরোনাম ::
কাল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি-এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান হেনার মেয়ের আবদার ফেলতে পারেননি বকুল! প্রতিমাসে ভাতা পাবে গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ‘কর্নেল অব দি রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত সেনাপ্রধান শুক্রবার থেকে সম্পূর্ণ বন্ধ হচ্ছে বেক্সিমকোর ১৪ প্রতিষ্ঠান প্রথম প্রেমিক প্রাক্তন নয়, সে আমার শত্রু সোনারগাঁয়ে বেড়াতে এসে সড়কে প্রাণ গেল দুই বন্ধুর সাত বছর পর আজ বিএনপির উৎসবমুখর বর্ধিত সভা ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নিউমার্কেটে আগুন, মালামাল চুরির অভিযোগ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩


ঢাকা, ১৫ এপ্রিল – আগুনে পোড়ার আগেই মালামাল বের করতে সক্ষম হন রাজধানীর নিউ সুপার মার্কেটের ব্যবসায়ী মো. কাইয়ুম। কিন্তু দোকানে ঢুকে দেখেন তার আগেই ৫ থেকে ৭ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে তার।

অগ্নিকাণ্ডস্থল থেকে মালামাল বের করে আনার পরে সঙ্গে আলাপকালে এ কথা বলেন কাইয়ুম।

শনিবার (১৫ এপ্রিল) ভোরে এই আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

মো. কাইয়ুম বলেন, মার্কেটটিতে তার ট্রাওজারের দোকান। স্থায়ী দোকান নয়, অস্থায়ীভাবে ব্যবসা করতেন তিনি ও তার তার ভাই।

আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে মালামাল বের করতে শুরু করেন। তবে সব মালামাল পাননি। অনেক মালামাল চুরি হয়েছে। যার মূল্য ৫ থেকে ৭ লাখ টাকার মতো বলে জানান তিনি।

আগুন লাগার কথা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

এরই মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। তিনি জানান, ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তার স্বার্থে একটু দেরিতে জানানো হয়েছে। সকাল সোয়া ১০টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এদিকে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ করছে সেনাবাহিনীর সদস্যরাও। আর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবির সদস্যরা কাজ করছেন।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ১৫ এপ্রিল ২০২৩


আরো খবর: