শিরোনাম ::
জাতীয় পরিচয়পত্র ভবিষ্যতে স্বাধীন ডেটা অথরিটির অধীনে যাবে জার্মানির ভিসার অপেক্ষায় ৮০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী ২০ রমজানের মধ্যে শ্রমিকের বোনাস-বেতন পরিশোধ করতে হবে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্যমূল্যে রেশন সুবিধার দাবি নবরুপে ফ্যাসীবাদের জন্ম হলে এ প্রজন্ম মেনে নেবেনা-মুহাম্মদ শাহজাহান চিত্রনায়িকা পরীমণির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার শেখ হাসিনা পরিবারের বিরুদ্ধে পূর্বাচল প্লট জালিয়াতির যে ব্যাখ্যা দিলেন জয় কোম্পানির রিটার্ন দাখিলের সময় ৩০ এপ্রিল পর্যন্ত বাড়লো বিশ্বে বায়ু দূষণে ২য় স্থানে ঢাকা দ্বিতীয় সন্তানের নামও চূড়ান্ত করে ফেলেছেন আলিয়া
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নারী দিবসের রঙ বেগুনি কেন?

ডেস্ক নিউজ
আপডেট: সোমবার, ৭ মার্চ, ২০২২

আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ। আর এই বিশেষ দিনটির সঙ্গে লুকিয়ে আছে বেগুনি রঙ। তবে নারী দিবসের রঙ বেগুনি কেন বা কই থেকে এই রঙ প্রতীক হিসেবে নির্ধারিত হলো তার পিছনে অনেক জানা অজানা কথা রয়েছে।

২০১৮ সাল থেকে নারী দিবসের থিম কালার হিসেবে স্থান করে নিয়েছে বেগুনি। সে বছর আন্তার্জাতিক প্রতিষ্ঠান প্যান্টন বেগুনি রঙকে নারী দিবসের রঙ হিসেবে ঘোষণা দেয়। এই বেগুনি দিয়ে সূর্যের অতি বেগুনি রশ্মিকে বোঝানো হয়। আর নারীরা হবে ঠিক অতিবেগুনি রশ্মির মত শক্তিশালী।
বেগুনি রঙকে কেন নারী দিবসের রঙ করা হলো সে বিষয়ে প্যান্টন জানায়, বেগুনি রঙ দিয়ে দুরদর্শী চিন্তাভাবনাকে বোঝানো হয়, বেগুনি দিয়ে ভবিষ্যৎ এর রঙকে বোঝানো হয়। সেই সাথে লিঙ্গ সমতাকে বোঝানো হয় বেগুনি রঙ এর মাধ্যমে যার জন্য আজও নারীরা যুদ্ধ করে যাচ্ছে।

বিংশ শতাব্দির শুরুতে নিজেদের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে সাদা ও সবুজ রঙকে নারী দিবসের রঙ হিসেবে ব্যবহার করতেন বিট্রেনের নারীরা। তাদের মতে সাদা শুদ্ধতা ও সবুজ আশার প্রতীক।
বেগুনি যে নারীমুক্তি আন্দোলনেরও রং ছিল তা বলার অপেক্ষা রাখে না। নারীরা সমাজের জন্য লড়াই করছে এ বিষয়টি কোন রঙ দিয়ে বোঝাতে চাইলে তখন উপযুক্ত রঙ হলো বেগুনি।
কালের কন্ঠ


আরো খবর: