শিরোনাম ::
ঢাকায় মার্কিন দূতাবাসে বিশেষ দায়িত্বে আসছেন ট্রেসি জ্যাকবসন উদিত নারায়ণের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড খালেদা জিয়ার চিকিৎসক প্যাট্রিক কেনেডি সম্পর্কে যা জানা গেল প্রস্তুত না হওয়ায় আগামীকাল কেরানীগঞ্জ কারাগারে বসছে না বিডিআর মামলার কোর্ট অধ্যাপক প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া ১৮০ কিমি গতিতে চুরমার অজিত কুমারের গাড়ি, কেমন আছেন নায়ক? নারীর শারীরিক গঠন নিয়ে মন্তব্যও যৌন হয়রানি নারী উদ্যোক্তাদের ঋণ পরিশোধে ১% প্রণোদনা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক ইসরাইলি বোমার ভয়ে তাঁবুর ভেতর গর্ত খুঁড়ে থাকছে গাজাবাসী পাঠ্যপুস্তকের বিতর্ক নিরসনে গুরুত্ব দেয়া হয়েছে
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নারী উদ্যোক্তাদের ঋণ পরিশোধে ১% প্রণোদনা অব্যাহত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫


ঢাকা, ০৮ জানুয়ারি – কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নারী উদ্যোক্তাদের জন্য গঠিত বিশেষ তহবিল থেকে ৫ শতাংশ সুদে দেওয়া ঋণ নিয়মিত আদায়ে উৎসাহিত করতে ১ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। যেসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহক ও নিয়মিত ঋণ আদায় বা পরিশোধ করবে তাদের প্রত্যেককে এ প্রণোদনা দেওয়া হয়। নারী উদ্যোক্তাদের ঋণ-আদায় বাড়াতে চলতি বছরেও এ প্রণোদনা সুবিধা অব্যাহত থাকবে।

বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণখেলাপি গ্রহীতা এই প্রণোদনা পাবেন না। তবে ঋণের নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন করা হলে তার বিপরীতে প্রণোদনা দেওয়া যাবে। নারী উদ্যোক্তাদের কাছ থেকে ঋণ আদায় বাড়াতে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকদের উৎসাহিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সার্কুলারে বলা হয়, আগে জারি করা নির্দেশনা অনুযায়ী নারী উদ্যোক্তাদের জন্য স্মল এন্টারপ্রাইজ খাতে পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ বা মুনাফায় বিতরণ করা ঋণ বা বিনিয়োগের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে, যথাসময়ে সমন্বয় বা আদায় বা পরিশোধে উৎসাহিত করার লক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং গ্রাহক প্রত্যেককে ১ শতাংশ হারে প্রণোদনা সুবিধা প্রদান করা হয়। এই সুবিধার মেয়াদ ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এমন পরিস্থিতিতে পুনঃঅর্থায়ন স্কিম হতে বিতরণ করা ঋণ বা বিনিয়োগের বিপরীতে এই প্রণোদনা সুবিধা ২০২৫ সালে ১ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।



আরো খবর: