বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাফিজ সরাফাত ও স্বজনদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫




ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – পদ্মা ব্যাংকের (সাবেক ফারমার্স ব্যাংক) সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, স্ত্রী আঞ্জুমান আরা শহিদ, ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সরাফাতের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছে আদালত। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, চৌধুরী নাফিজ সরাফাতসহ কয়েকজনের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৮৮৭ কোটি টাকা আত্মসাতসহ বিভিন্ন অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে।

দুদকের আবেদনে বলা হয়, চৌধুরী নাফিজ সরাফাত, স্ত্রী আজুমান আরা শহীদ ও পুত্র রাহিব সাফওয়ান চৌধুরীর নামে এবং তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকের হিসাবে অসামঞ্জস্যপূর্ণ বিপুল অঙ্কের টাকা জমা ও উত্তোলনের তথ্য পাওয়া যায়।

আয়ের সঙ্গে অসঙ্গগতিপূর্ণ এই বিপুল পরিমাণ অর্থ পাচারের উদ্দেশ্যে লেনদেন করা হয়েছে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। অনুসন্ধান চলাকালে অভিযোগ সংশ্লিষ্টরা ব্যাংক হিসাবে থাকা অর্থ স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছে বলে দুদক জেনেছে।

গত ৭ জানুয়ারি চৌধুরী নাফিজ সরাফাত ও তার পরিবারের বাড়ি, জমি ও ১৮টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেয় আদালত। এরপর ২২ জানুয়ারি তার দুবাইয়ে থাকা একটি ফ্ল্যাট ও একটি ভিলা জব্দের আদেশ আসে। এর আগে ২২ অগাস্ট নাফিজ সরাফাতের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাব অবরুদ্ধ করতে নির্দেশ দেয় পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা-বিএসইসি।



আরো খবর: