শিরোনাম ::
আবারও এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু ২০ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়নের সহায়তা ডব্লিউএফপি বাংলাদেশে মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে চার জেলায় নতুন এসপি – DesheBideshe বাদাম চাষি থেকে মার্কিন প্রেসিডেন্ট, পেয়েছেন শান্তিতে নোবেল পঞ্চগড়ে আবারও ১০ ডিগ্রির নিচে নামল তাপমাত্রা ভিডাব্লিউবি কার্ডধারীদের টিপসই জালিয়াতি, জুন মাসের চাল ডিসেম্বরও বিতরণ না করে হরিলুট নৌকার চেয়ারম্যানের দখল নয়, মায়ের কোলে ফিরেছে ইসলামী ব্যাংক দেশের রিজার্ভ এখন কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক রিজভীর বক্তব্যের নিন্দা জানাল জামায়াত
সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাটোরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩


নাটোর, ২৩ ডিসেম্বর – নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের নির্বাচনী পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে নলডাঙ্গা উপজেলার মাধনগর ইউনিয়নের জোয়ানপুর শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের সমর্থক নূরুল ইসলাম লোবান বলেন, রাত ৯টার দিকে আমিসহ বেশ কয়েকজন মাধনগর বাজারে স্বতন্ত্র প্রার্থী আহাদ আলী সরকারের নির্বাচনী অফিসে বসেছিলাম। এ সময় আমরা খবর পাই জোয়ানপুরে আহাদ আলী সরকারের ট্রাক প্রতীকের পোস্টার ছেঁড়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সব পোস্টার ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে আছে। এরপর আমরা পুলিশে খবর দিলে থানার ওসি এভং এসিলেন্ড ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি অভিযোগ করেন পোস্টারগুলো নৌকা প্রার্থীর সমর্থকরা ছিঁড়েছে।

আহাদ আলী সরকার বলেন, গতকাল রাতে মাধনগরে পোস্টার ছেঁড়ার কথা স্থানীয় নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন। আজ এ বিষয়ে লিখিত অভিযোগ দেব।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, পোস্টার ছেঁড়ার কথা স্থানীয়রা জানালে নলডাঙ্গা সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলামসহ আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা মৌখিকভাবে অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ ডিসেম্বর ২০২৩


আরো খবর: