শিরোনাম ::
উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ রাষ্ট্র মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে ভোলায় জিয়া মঞ্চের লিফলেট বিতরণ  আবারও গণমাধ্যমের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা দুই সপ্তাহের জন্য মুম্বাই যাচ্ছেন শাকিব চকরিয়ায় ফিল্মিস্টাইলে গাড়িতে তুলে প্রবাসিকে অপহরণের চেষ্টা- মারধর, পথচারীকে গাড়ি চাপা মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ লন্ডনে সস্ত্রীক মির্জা আব্বাস, জানালেন কবে দেশে ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে আবার অবসরের ঘোষণা তামিমের
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৫ পুলিশসহ নিহত ৭

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ৫ পুলিশসহ নিহত ৭


আবুজা, ২২ এপ্রিল – নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলে পাঁচ পুলিশ কর্মকর্তা ও দুই বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। স্থানীয় পুলিশের এক মুখপাত্র হেনরি ওকোয়ে, শুক্রবার (২১ এপ্রিল) দেশটির সহিংসতাপূর্ণ ইমো রাজ্যে এ ঘটনা ঘটে বলে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, সশস্ত্র গোষ্ঠীগুলো রাজ্যটিতে পুলিশ স্টেশন, সরকারি ও নির্বাচনী দপ্তরগুলোতে হামলা চালিয়েছে। এ ধরনের সহিংসতার জন্য দেশটির সরকার বেশিরভাগ সময় নিষিদ্ধঘোষিত সশস্ত্র গোষ্ঠী ইনডিজেনাস পিপল অব বিয়াফ্রাকে (আপিওবি) দায়ী করে থাকে। তবে আইপিওবি এ অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, পুলিশ কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের মৃত্যুর তথ্য নিশ্চিত করলেও বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য দেয়নি ইমো রাজ্য পুলিশ। তবে রাজ্যটিতে অনেক আগে থেকেই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র দলগুলোর মধ্যে সহিংসতা চলে আসছে।

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া বর্তমানে ব্যাপক ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায়ই প্রাণঘাতী বন্দুক হামলা ও অপহরণের মতো ঘটনা ঘটে। উত্তর-পূর্বাঞ্চলে ইসলামপন্থিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছে ও দক্ষিণপূর্বাঞ্চলে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যাপক অস্থিরতা সৃষ্টি করে রেখেছে।

আইপিওবির মতো বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো দক্ষিণ-পূবাঞ্চলীয় নাইজেরিয়ায় একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এ অঞ্চলটিতে ইগবো নৃগোষ্ঠীর বসবাস। অঞ্চলটি ১৯৬৭ সালে ‘রিপাবলিক অব বিয়াফ্রা’ নাম নিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর তাতে শুরু হওয়া গৃহযুদ্ধ তিন বছর স্থায়ী হয়, যাতে ১০ লাখেরও বেশি মানুষ নিহত হয়। নিহতদের মধ্যে বিপুল সংখ্যক মানুষ অনাহারে মারা গিয়েছিলেন।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২২ এপ্রিল ২০২৩





আরো খবর: