আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি’র) ধারাবাহিক অভিযানে ১৯০৪২ পিছ ইয়াবাসহ সীমন্তের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার নাম আবদুল শুকুর (৩০)পিতা-সৈয়দ হোসেন, সে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি এলাকার বাসিন্দা।
গতকাল ৪ এপ্রিল সোমবার রাত সাড়ে ১০ টায় গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি’ র অধিনায়ক জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসাইনের দিকনির্দেশনায় ১১ বিজিবির বিশেষ টিমের জোয়ানরা
নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জামছড়ি এলাকায় সম্ভাব্য চোরাচালানী আগমন পথে ফাঁদ পেতে থাকে। একজন মাদক ব্যবসায়ী মায়ানমার ইয়াবা ব্যবসায়ীর নিকট হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবি টহল দলের নিকটবর্তী স্থানে পৌঁছালে বিজিবির উপস্থিতি বুঝতে পেরে পলায়নোর সময় বিজিবির টহল দল তাকে আটক করে জিজ্ঞসাবাদে সে ইয়াবা গুলো বিক্রির উদ্দেশ্যে
মিয়ানমার হতে ক্রয় করে এনেছিল বলে স্বীকার করে।
বিজিবি’র এ অভিযানকে সাধুবাদ জানান এলাকাবাসী।
১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাহিদ হোসেন বলেন, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, কাঠ,মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের তৎপরতা অব্যাহত আছে থাকবে।
ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।