শিরোনাম ::
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৬ জুলাই, ২০২২

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের পুট্টারঝিরি এলাকায় ১১বিজিবি অভিযানে অবৈধ অস্ত্র, মদ এবং সিগারেট উদ্ধার।
শুক্রবার ১৫ জুলাই রাত ৩ ঘটিকায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর লেম্বুছড়ি বিওপি’ কমান্ডার ক্যাপ্টেন তানভীর এর নেতুত্বে একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ উত্তরে পুট্টারঝিরি নামক স্থানে বাংলাদেশের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে পাহাড়ের ঢালুতে ছড়ার পার্শ্বে পরিত্যক্ত বস্তা বন্দি অবস্থায় ডায়ানা ৩৫০ মেঘনাম টি০৬ গান ০১টি, চাইনিজ রাইফেল ০১টি,১২ বোর ০১টি, দেশীয় তৈরী পিস্তল ০১টি, দেশীয় তৈরী একনলা বন্দুক ০৮টি, বার্মিজ মদ (মার্ডালে রাম ৭০০ এমএল) ১২ বোতল, বার্মিজ সিগারেট ১০ প্যাকেট ২০০টি এবং বার্মিজ বস্তা ০৪টি মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানাজায় ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র লেনদেন ও ব্যবহারের ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।নাইক্ষ্যংছড়ি-১১বিজিবি’র অধীনায়ক লেঃকর্নেল রেজাউল করিম এই প্রতিবেদক কে জানান, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার এবং চোরাচালান প্রতিরোধে আভিযানিক ব্যবস্থা এবং যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা অব্যাহত থাকবে।


আরো খবর: