নাইক্ষ্যংছড়ির গহীন অরণ্যে পাহাড়ি সন্ত্রাসীদের আস্তানায় হানা দিয়ে ৮টি অস্ত্র ও বিপুল অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেন ডিএমপি কাউন্টার টেরিরিজম এর একটি ইউনিট।
বুধবার ( ১৫ মে) সন্ধ্যায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ছাগলখাইয়া এলাকার মোঃ হাকিম আলীর বাড়ির পূর্ব পাশে মনিরুলের পাহাড় নামক আস্তানা থেকে এসব অস্ত্র-সরঞ্জাম উদ্ধার করেন তারা।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তলসহ ৮ পাহাড়ি অস্ত্র,১১টি সর্টগানের গুলি,১০ টি শর্ট গানের গুলির খোসা, ১ টি ধারালো অস্ত্র, ২ টি বাইনোকুলার,১ টি গ্যাস মাস্ক,১ টি চার্জার লাইট,১ টি ব্যাটারী,২ টি ওয়াকি টকি,চার্জার ২ টি,৪ লিটার এসিড,১ বস্তা প্লাস্টিক সহ আরো বিপুল সরঞ্জাম।
বিশেষ এ অভিযানটি পরিচালনা করেন ঢাকাস্থ কাউন্টার টেরিরিজম (ডিএমপি)র অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন। বিষয়টি নিশ্চিত করেন অভিযানকারী দলের দায়িত্বশীল এক কর্মকর্তা।