বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়িতে বিপুল ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট: রবিবার, ১৬ জানুয়ারি, ২০২২

বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি থেকে বিপুল ইয়াবা উদ্ধার করেছে ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি)।

শনিবার (১৫ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আশারতলী সীমান্ত থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
তবে এই ঘটনায় বিজিবি তাৎক্ষনিক কাউকে আটক করতে না পারলেও জড়িত মাদকপাচারকারী চক্রকে চিহ্নিত করার মাধ্যমে আইনী কার্যক্রম হাতে নিয়েছে বিজিবি।
১১ বিজিবির একটি সূত্র জানিয়েছে, ইয়াবা পাচারে জড়িত মাদক কারবারীদের সনাক্ত করার চেষ্টা চলছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি অধিনায়ক লে.কর্ণেল মো: নাহিদ হোসেন জানান, সীমান্ত এলাকা দিয়ে অবৈধ অস্ত্র, অবৈধ কাঠ পাচার ও পরিবহন, মাদকদ্রব্য পাচার, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পণ্য সামগ্রী পাচার এবং এই এলাকায় যে কোন ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবি’র এ ধরনের কার্যক্রম ও তৎপরতা এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সিবিএন


আরো খবর: