সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪১টি বার্মিজ গরু জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

বান্দরবান নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে ৪১টি বার্মিজ গরু জব্দ করেছে ১১ বিজিবি।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা দোছড়ি ইউনিয়নের ডুলুঝিরি নামক এলাকায় এসব অবৈধ চোরাচালান গরু জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায় বিজিবি। অভিযানে দোছড়ি ইউনিয়নের ডুলুঝিরি নামক এলাকা থেকে সীমান্ত দিয়ে আসা অবৈধ চোরাচালানের ৪১টি বার্মিজ গরু জব্দ করা হয়। এসময় গরু পাচারকারীরা খবর পেয়ে পালিয়ে যায়।

বিজিবি আরো জানায়, জানুয়ারি থেকে আজ পর্যন্ত নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে গবাদি পশু নিলামে প্রায় ২৫ কোটি টাকা সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়েছে।

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল রেজাউল করিম জানান, বিজিবি কর্তৃক সীমান্ত পথে অবৈধভাবে গবাদি পশু চোরাচালানি কার্যক্রম কঠোর হস্তে দমন করা হবে। দেশের স্বার্থে সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আরো খবর: