শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড, এস্কাভেটর জব্দ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়িক ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চুল্লা পাড়ায় টিলা কেটে পরিবেশ ধ্বংস করার অভিযোগে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত।

সোমবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সোনাইছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ড মৃত্যু আবদুল জলিলের ছেলে মুজিবুল হক প্রকাশ মুজিবুল্লাহ (৫০)

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

নাইক্ষ্যংছড়ি থানা’র এসআই সৌরভ এএসআই মেজবাসহ সঙ্গীয় ফোর্স উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা বলেন, যারা পাহাড়, টিলা কেটে পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো খবর: