বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়িতে আ.লীগ সভাপতিসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা, আটক ৩

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একইসাথে তিন জনকে আটক দেখানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলো- নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল হক (৬০), যুব লীগের সাধারণ সম্পাদক আলী হোসেন (৪৩), ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.ফয়েজ উল্লাহ।

এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিউল্লাহ, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য কেনে ওয়ান চাক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক আবু তাহের বাহাদুরসহ ৬৫ জন। অজ্ঞাতনামা রয়েছে আরও ২০ থেকে ৩০ জন আসামি।

মামলা সূত্রে জানা যায়, গতকাল রবিবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে উপজেলার ১ নম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউপির, ২ নম্বর ওয়ার্ড বিছামারা ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে দুষ্কৃতিকারীরা রাস্তার উপর ককটেল, পটকা বিস্ফোরণ এবং টায়ারে আগুন লাগিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে। এছাড়া পলাতক আরও ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের নামে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো খবর: