বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নাইক্ষ্যংছড়ির সীমান্ত খালের পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু মুক্কুর টিলার পূর্ব পাশে সীমান্ত খালে ঢলের পানিতে ডুবে নিখোঁজ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিববার(২৬ আগষ্ট) সকাল ৮টায় নিখোঁজ দেলোয়ার হোসেনের মৃতদেহ ঐ খালে ভাসতে দেখেন স্থানীয়রা। সেখান থেকে স্বজনরা স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেন। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেন। উদ্ধারের পর স্থানীয় জনতা,স্বজনরা ও ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে নিহতের লাশটি ঘুমধুম ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

সে খান থেকে ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ লাশটি ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে পরিবারের কাছে হস্তান্তর করেন।

উল্লেখ্য; গত শুক্রবার ২৫ আগস্ট গরু চড়ায়তে গিয়ে জুমার নামাজের পর তুমব্রু সীমান্ত খাল পারাপারের সময় পাহাড়ি ঢলের পানির স্রোতে ডুবে নিখোঁজ হয়েছিল দেলোয়ার হোসেন (৩৫)। খোঁজাখুঁজির ২৪ ঘন্টা পর অবশেষে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।


আরো খবর: