সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

নগরীতে চোরাই মোটরসাইকেল কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার হরেশ চন্দ্র মুন্সেফ লেইন থেকে চুরি হওয়া মোটরসাইকেল কক্সবাজারের মহেশখালী থেকে উদ্ধার করা হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) রাতে মহেশখালীর পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধারের পাশাপাশি ২ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দু’জন হলেন— খায়রুল আমিন (৩১) ও সাদ্দাম হোসেন (২৮)।

কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, গত ৩ ডিসেম্বর মোটর সাইকেলটি চুরি হলে পরদিন থানায় অভিযোগ করেন মশিউর রহমান রোকন নামের এক ব্যক্তি । গতকাল রবিবার মহেশখালী থানার পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে খায়রুল ও সাদ্দামকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের হেফাজতে রাখা মোটরসাইকেলটির সন্ধান দেয়।


আরো খবর: