ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে দুই ভাই–বোন। ছোট ভাইয়ের মাথায় যেন কোনো কিছুর আঘাত না লাগে, তা নিশ্চিত করতে নিজের হাত দিয়ে ভাইয়ের মাথা আগলে রেখেছে সাত বছরের বোন।
তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের এমন একটি হৃদয়স্পর্শী ছবি অনলাইনে ভেসে বেড়াচ্ছে। মোহাম্মদ সাফা নামের জাতিসংঘের এক প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছবিটি শেয়ার করেছেন। তিনি বলেন, ১৭ ঘণ্টা পর ওই ২ ভাই–বোন ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
টুইটার পোস্টে সাফা লেখেন, ‘সাত বছর বয়সী মেয়েটি তার ভাইকে সুরক্ষিত রাখার জন্য তার মাথায় হাত দিয়ে আগলে রেখেছিল। তারা ১৭ ঘণ্টা সেখানে আটকে ছিল। আমি দেখলাম, ছবিটা কেউ শেয়ার করছে না। ও যদি মারা যেত তাহলে হয়তো সবাই তা শেয়ার করত। ইতিবাচক জিনিস শেয়ার করুন।’
ছবিটি ইন্টারনেট ব্যবহারকারীদের আপ্লুত করেছে। কষ্টকর পরিস্থিতির মধ্যেও সহানুভূতিশীল আচরণের কারণে মেয়েটি প্রশংসিত হচ্ছে।
এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘অলৌকিক ঘটনা। কী দারুণ বড় বোন। এ ধরনের চাপপূর্ণ পরিস্থিতিতেও কতটা ভালোবাসার বন্ধনে আগলে রেখেছে। যারা এখনো আটকে আছে তারাও উদ্ধার হবে বলে আশা করছি। যেসব উদ্ধারকারী নিরলস কাজ করে যাচ্ছেন তাঁদের প্রতি শ্রদ্ধা।’
আরেক ব্যবহারকারী লেখেন, ‘তার জন্য আশীর্বাদ। শিশুদের ভালোবাসা ও সহনশীলতা আমাকে কাঁদায়।’
অপর এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ও এক খুদে বীর।’
সূত্র: প্রথম আলো
এম ইউ/০৯ ফেব্রুয়ারি ২০২৩
,