বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ধামরাইয়ে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত অন্তত ২০

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪


ঢাকা, ২১ নভেম্বর – ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইটবাহী ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

জানা যায়, রাতে খাগুরতা এলাকায় কালামপুরগামী একটি দ্রুতগতির ইটবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসের যাত্রীসহ অন্তত ১৫ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করলে চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতদের সবাই ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২১ নভেম্বর ২০২৪



আরো খবর: