শিরোনাম ::
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:২০ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ধর্ষণ শব্দ এড়ানোর মন্তব্যের নিন্দা প্রধান উপদেষ্টার কার্যালয়ের

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৬ মার্চ, ২০২৫




ঢাকা, ১৬ মার্চ – ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি এক বক্তব্যে গণমাধ্যমকে ‘ধর্ষণ’ শব্দ এড়িয়ে অন্য শব্দ ব্যবহারের পরামর্শ দেন। তার এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

রোববার (১৬ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, ধর্ষণ হলো ধর্ষণ— এটি ৮ বছর বয়সী শিশুর ক্ষেত্রে হোক বা ৮০ বছর বয়সী বৃদ্ধার ক্ষেত্রে। এমন ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামে ডাকতে হবে।

অন্তর্বর্তী সরকার বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে সহিংসতার কোনো রূপ বরদাশত করবে না বলেও মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম।

এর আগে গতকাল শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তায় সহায়ক একটি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দগুচ্ছ ব্যবহারের অনুরোধ জানান।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৬ মার্চ ২০২৫



আরো খবর: