সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
দ.আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


নয়াদিল্লি, ২৪ অক্টোবর – ভারতে চলমান আইসিসি ওড়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে মোটেও ভালো অবস্থানে নেই বাংলাদেশে। নিজেদের চারিটি ম্যাচের একটিতে জিতলেও তিনটিতে হেরে টাইগাররা। অন্যদিকে তিন দিন আগে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে নিয়ে ছেলে-খেলা করেছিল দক্ষিণ আফ্রিকা। একই মাঠ, একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

পরিসংখ্যান

ওয়ানডে সংস্করণের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ২৪টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুদল। প্রোটিয়াদের ১৮ জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে মাত্র ৬টি ম্যাচ। তবে চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতেই তাদেরককে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। এছাড়া ২০০৭ ও ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ইতিহাস রয়েছে টাইগারদের। এবারের বিশ্বকাপেও পুনরাবৃত্তির ঘটাতে চাইবে সাকিবরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তানজিম সাকিব/শেখ মাহেদী, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৪ অক্টোবর ২০২৩





আরো খবর: