শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
রবিবার, ১১ মে ২০২৫, ১১:২৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছিলেন অজয়!

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪


মুম্বাই, ২৮ অক্টোবর – গত কয়েক দিন ধরে চোখে মোটা ফ্রেমের চশমা পরছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। তবে ফ্যাশনের জন্য নয়, চোখে সমস্যার জন্য এই চশমা পরতে হচ্ছে অভিনেতাকে। অজয় নাকি প্রায় দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন।

সম্প্রতি ‘বিগবস ১৮’-তে এসে সালমান খানকে জানালেন তেমনই দুশ্চিন্তায় ফেলে দেওয়ার মতো এক তথ্য।

আসন্ন ছবি ‘সিংহাম আগেন’-এর প্রচারে এসেছিলেন অজয়। এই ছবির শুটিংয়ের সময় গুরুতর চোট পেয়েছিলেন চোখে। একটি লড়াইয়ের দৃশ্যের শুটিংয়ে সময় অঘটনটি ঘটে।

যার ফলে টানা দুই থেকে তিন মাস ঠিক করে কিছু দেখতেও পাচ্ছিলেন না তিনি। তাই এখন এমন চশমা ব্যবহার করছেন, যাতে চোখের উপর চাপ না পড়ে।

অজয় বলেন, ‘অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল, চোখে একটি অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে আমাকে। এমনকি পরবর্তী দু’তিন মাস পর্যন্ত কিছুই দেখতে পাইনি।’

অভিনেতার কণ্ঠে এ খবর শুনে সালমান বলেন, ‘লড়াই করলে এসব তো হবেই!’ জবাবে এখন অনেকটাই ভালো আছেন বলে জানান অজয়।

আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির পরিচালিত ‘সিংহাম আগেন’। ছবির ট্রেলার ইতোমধ্যেই সাড়া ফেলেছে। রোহিত শেট্টি আগেই জানিয়েছিলেন, ‘সিংহাম আগেন’-এর মাধ্যমে তিনি ‘পুলিশ ব্রহ্মাণ্ড’কে এক নতুন স্তরে নিয়ে যেতে চান।

ঝলকেই স্পষ্ট, পরিচালক সমকালের প্রেক্ষাপটে ‘রামায়ণ’-এর মূল স্বর গল্পের মধ্যে বুনেছেন। তবে প্রায় পাঁচ মিনিট ট্রেলার নিয়ে সমালোচনাও হয়েছে।

‘সিংহাম আগেন’-এ প্রথম কোনও মহিলা চরিত্র নিয়ে এসেছেন রোহিত শেট্টি। দীপিকা পাড়ুকোনকে দেখা যাবে এই ছবিতে। অজয় ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন রণবীর সিং, অক্ষয় কুমার, কারিনা কাপূর খান, টাইগার শ্রফ। ছবিতে খলনায়কের চরিত্রে দেখা যাবে অর্জুন কাপূরকে।

আইএ/ ২৮ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দৃষ্টিশক্তি প্রায় হারাতে বসেছিলেন অজয়! first appeared on DesheBideshe.



আরো খবর: