শিরোনাম ::
জুলাই অভ্যুত্থানে গেজেট প্রকাশ | SUN NEWS BANGLADESH লালমনিরহাটে বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক স্ত্রীসহ অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মরদেহ উদ্ধার পেকুয়ায় ভূপৃষ্ঠের উপরে নান্দনিক স্টেডিয়ামের উদ্বোধন রমজান উপলক্ষে ১২৯৫ বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাত প্রেসিডেন্টের ডেভিল হান্টে কসবার সাবেক মেয়র জুয়েল গ্রেপ্তার গোপনে স্যার আমাকে প্রভা আপুর ভিডিও দেখিয়েছে : মিষ্টি জান্নাত মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত সিনেমার মেঘমল্লার কাল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি-এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের অবস্থান
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

দুবাইয়ে সালমান খানকে তরুণীর বিয়ের প্রস্তাব

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩


মুম্বাই, ২৬ এপ্রিল – বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা সালমান খান। বয়স তার ৫৮ ছুঁই ছুঁই। বলিউডের ভাইজান খ্যাত তারকা এই বয়সেও গ্ল্যামারস বয়ে যায় চিরকুমারের। আর পর্দায় অ্যাকশন কিংবা রোমান্টিক সিক্যুয়েন্সেও দুর্দান্ত তিনি।

ইন্ডাস্ট্রির সুপারহিট এই তারকার ব্যক্তিজীবনে একাধিকবার প্রেম এসেছে। তবে বহুবার প্রেম এলেও বিয়ের পিঁড়িতে কখনো বসা হয়নি। কিন্তু জীবনে কি শুধুই প্রেম এসেছিল, নাকি বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন? এবার প্রকাশ্যেই এক তরুণী চিৎকার করে বিয়ের প্রস্তাব দিলেন বিটাউনের মোস্ট এলিজিবল ব্যাচেলরকে।

ভাইজানের এই ইস্যু এখন ‘টক অব দ্য টাউন’। মূলত ঈদে তারকার ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা মুক্তি পেয়েছে। দুবাইতে এই সিনেমার প্রচারে গিয়েই বিয়ের প্রস্তাব পান তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠেন সালমান। তখন দর্শকাসন থেকে হঠাৎ করেই এক তরুণী চিৎকার করে বলেন, সালমান, মুঝসে শাদি করোগে? (তুমি কি আমায় বিয়ে করবে) সুন্দরীর এমন প্রস্তাবে কী জবাব দেবেন বুঝে উঠতে পারছিলেন না সালমান। তখনই অপর এক তরুণী ওই তরুণীকে থামিয়ে চিৎকার করে বলেন, না সালমান, বিয়ে করো না। কারও বিয়ে করা উচিত নয়। আর এতে অবশ্য সাড়া দেন বলি তারকা। জবাবে তিনি বলেন, ‘ঠিক ঠিক। একদম ঠিক।

তবে একটা সময় সালমান যে বিয়ে করতে চেয়েছিলেন, তা নিজে মুখেই কবুল করেছিলেন কফি উইথ করণ-এর শোতে। তবে নিয়তির ফেরে ভাইজান রয়ে গেলেন চিরকুমারই।

এদিকে সালমানের মুখে বিয়ে না করার কথা তাৎক্ষণিক ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। আর সেই ভিডিও এখন সোশ্যালে ভাইরাল।

আইএ/ ২৬ এপ্রিল ২০২৩


আরো খবর: