বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

থানচিতে পর্যটকবাহী গাড়ী খাদে পড়ে নিহত ২,আহত ৮

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি::

বান্দরবানের থানচি উপজেলার জীবননগরে পর্যটকবাহী একটি গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২ নিহত হয়েছে। এসময় আরও ৮ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানায়,থানচির জীবননগর সড়কের ঢালু রাস্তায় পর্যটকবাহী একটি নোহা গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১ পর্যটকের মৃত্যু হয়। আরেকজন পথ মধ্যে হাসপাতালে আনার সময় মারা যান।

এসময় আরও ৮ জন পর্যটক আহত হয়েছে। নিহতের নাম নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে হামিদুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। আহত ৫ জনকে থানচি এবং উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত পর্যটক মোঃ ওয়াহিদ বলেন, ঢাকা থেকে থানচিতে যাবার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি খাদে পড়ে গিয়ে নিহত ও আহত হওয়ার ঘটনা ঘটে।

এই ব্যাপারে থানচি থানার এএসআই সত্যব্রত চাকমা জানান,পর্যটকবাহী গাড়ী খাদে পড়ে ২ জন মারা গেছে। ৮ জন পর্যটক আহত হয়েছে।


আরো খবর: