শিরোনাম ::
পেকুয়ায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনা-বিজিপি সদস্যসহ ৪০ জনকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পেকুয়ায় মায়ের সামনে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে অবহেলায় হাতি শাবকের মৃত্যু : ময়নাতদন্তের পর মাটি চাপা সাগরপথে মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সারসহ ট্রলার জব্দ, আটক ১০ জন বিএনপি অফিস নিয়ে ভুল উচ্চারণ প্রসঙ্গে আমার ব্যাখ্যা ও বিএনপিসহ সকলের কাছে দুঃখ প্রকাশ কক্সবাজারে নিখোঁজ সিলেটের ৬ শ্রমিক উদ্ধার চকরিয়ায় দিনেদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই মহেশখালী নৌপথে সি-ট্রাকের যাত্রীর ভাড়া ও সি-ট্রাক চলাচলে সময়সূচি চূড়ান্ত,আনন্দে উচ্ছ্বসিত দ্বীপবাসী
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

থাইল্যান্ডে মে মাসে নির্বাচন, ভেঙে দেওয়া হল পার্লামেন্ট

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
থাইল্যান্ডে মে মাসে নির্বাচন, ভেঙে দেওয়া হল পার্লামেন্ট


ব্যাংকক, ২০ মার্চ – থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী প্রয়ুথ চ্যান-ও-চা সোমবার (২০ মার্চ) সংসদ ভেঙে দিয়েছেন। আগামী মে মাসে ভোট হবে দেশটিতে।

২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চ্যান। এক দশকের বেশি নির্বাসনে থাকা সত্ত্বেও প্রায়ুথ চ্যান-ও-চার প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সরকার থাকসিন সিনাওয়াত্রার কন্যা পায়তংতার্ন। প্রধানমন্ত্রী পদে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ৩৬ বছর বয়সী এই রাজনীতিক। সেনা অভ্যুত্থানে আট বছর আগে তার বাবার নেতৃত্বাধীন ফেউ থাই পার্টির সরকারের পতন হয়। সেই দলটিকে আবার ক্ষমতায় আনাই তার লক্ষ্য।

সোমবার প্রকাশিত সরকারি রয়্যাল গেজেটে একটি বিবৃতিতে সংসদকে বিলুপ্তির ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশন পরবর্তীতে ভোটের তারিখ নিশ্চিত করবে বলে জানানো হয়। তবে ৭ মে কিংবা ১৪ মে ভোটের আয়োজনের সম্ভাব্য দিন হিসাবে উল্লেখ করা হয়েছে।

২০১৪ সালের অভ্যুত্থানের পর দ্বিতীয় নির্বাচন এটি। ২০২০ সালে ব্যাংককে যুব-নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থি বিক্ষোভে দেশটি কেঁপে ওঠে। সেই ঘটনার জেরে এবার ভোট হচ্ছে দেশটিতে। ।

অনানুষ্ঠানিক প্রচারণা কয়েক সপ্তাহ ধরে চলছে দেশটিতে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় ও মহামারি থেকে পুনরুদ্ধারের বিষয়গুলো আলোচনা হচ্ছে প্রচার-প্রচারণায়।

৬৮ বছর বয়সী প্রয়ুথ, যিনি ২০১৯ সালে একটি বিতর্কিত নির্বাচনের মধ্যদিয়ে তার শাসনব্যবস্থা আরও পাকাপোক্ত করেছেন।

কিন্তু ভোটাররা প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান তা রোববার প্রকাশিত একটি সমীক্ষায় উঠে এসেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন পরিচালিত ২ হাজার জন লোকের একই জরিপে, প্রায় ৫০ শতাংশ বলেছেন তারা ফেউ থাইকে ভোট দেবেন। সমর্থিতদের মধ্যে প্রায় ১২ শতাংশ প্রয়ুথের ইউনাইটেড থাই নেশন পার্টির সদস্য।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২০ মার্চ ২০২৩





আরো খবর: