ব্যাংকক, ২৯ জুলাই – থাইল্যান্ডে একটি আতশবাজির গুদামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১১৫ জনের বেশি।
ঘটনাটি ঘটেছে শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি মার্কেটে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ার সীমান্তবর্তী সুঙ্গাই কোলেকে স্থানীয় সময় ৩টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নির্মাণ কাজ চলার কারণে বিস্ফোরণ ঘটতে পারে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কেটের আগুন এখন নিয়ন্ত্রণে। ঢালাইয়ের সময় প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রাথমিকভাবে দায়ী করা হচ্ছে।
একটি ভিডিওতে দেখা গেছে, বিস্ফোরণের পরপরই কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে মার্কেটের আশপাশে। অনেক দোকান, গাড়ি এবং ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয় শক্তিশালী বিস্ফোরণে।
থাইল্যান্ডে নির্মাণ কাজের সময় দুর্ঘটনা বাড়ছে। গত মাসে রাজধানী ব্যাংককে সেতুতে কাজ চলার সময় ধসে দুই জনের মৃত্যু হয়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জুলাই ২০২৩