বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

তোশাখানা মামলা থেকে মুক্তি পেলেন ইমরান খান

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
তোশাখানা মামলা থেকে মুক্তি পেলেন ইমরান খান


ইসলামাবাদ, ৩০ মার্চ – অনেক জলঘোলার পর অবশেষে তোশাখানা মামলা থেকে মুক্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ইমলামাবাদের স্থানীয় একটি আদালত তাকে এই মামলা থেকে মুক্তি দেন।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছ থেকে পাওয়া উপহারগুলো তিনি বিক্রি করে দিয়েছেন। এসব উপহারের মধ্যে ১০ লাখ ডলার মূল্যের উচ্চদামের একটি ঘড়িও ছিল। পাকিস্তানের উপহার সংরক্ষণ (তোশাখানা) নীতি অনুসারে, এসব উপহার রাষ্ট্রের সম্পদ হিসেবে থাকবে, যতদিন না সেগুলো উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। যদিও ইমরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন।

এর আগে, মামলাটির শুনানিতে ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকায় চলতি মাসের শুরুতে ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর তাকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের কয়েক দফা সংঘর্ষও হয়। এতে বেশ কয়েকজন আহত হন। পরে আবার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করা হয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩০ মার্চ ২০২৩

 





আরো খবর: