নয়াদিল্লি, ২৮ নভেম্বর – ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে নিয়ে বিদ্রুপ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গত রবিবার তেলেঙ্গানায় এক সমাবেশে রাজ্য কংগ্রেসের প্রধানের বক্তব্য চলাকালে রাহুল হঠাৎ মাইকে বলে ওঠেন, বিদায় কেসিআর। মূলত কেসিআর হিসেবে পরিচিত মুখ্যমন্ত্রী চন্দ্রশেখরকে খোঁচা দিতে রাহুল এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৪ তেলেঙ্গানা রাজ্য গঠনের পর থেকে রাজ্যটিতে ক্ষমতায় রয়েছে চন্দ্রশেখর রাওয়ের ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) পার্টি।
আগামী ৩ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করতে চাইছেন কেসিআর। গত রবিবার তেলেঙ্গানায় কংগ্রেসের একাধিক জনসমাবেশে বিজেপি ও বিআরএসের কড়া সমালোচনা করে রাহুল বলেন, আসন্ন নির্বাচনে কংগ্রেস বিশাল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে।
রাহুল বলেন, ‘আজ তেলেঙ্গানায় সামন্তবাদী সরকার ও জনগণের সরকারের লড়াই চলছে। আপনাদের মুখ্যমন্ত্রী জানতে চাইছেন, কংগ্রেস কী করেছে? কংগ্রেস কী করেছে, সেটা প্রশ্ন নয়—প্রশ্ন হচ্ছে কেসিআর তেলেঙ্গানার জন্য কী করেছে?
সূত্র: কালের কন্ঠ
আইএ/ ২৮ নভেম্বর ২০২৩